পিরোজপুরের ভান্ডারিয়ায় তৃতীয় বারের মত উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়নে দুই জনের করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ এইচ এম জহিরুল ইসলাম।
জানা গেছে, গত কয়েকদিন আগে ওই দুই ব্যক্তি ঢাকা থেকে বাড়ি আসার পরে হোম কোরাইন্টেনে রাখা হয় এবং তাদের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা হাসপাতাল মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার রিপোর্ট পজেটিভ আসায় ওই রাতেই উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ওই বাড়িসহ সংলগ্ন এলাকার আরো ২২টি বাড়ি লক ডাউন করা হয়ও পার্শ্ববর্তী এলাকার লোকজনকে অতি সতর্কতার সহিত চলাফেরার নির্দেশ দেয়া হয়।
টিএইচএ জহিরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সেবা সহ ওই সকল পরিবার সমুহে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। এই নিয়ে এ উপজেলায় ৯জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।